বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ফারাক্কায় ধর্ষণ এবং খুনের ঘটনায় ৫৯ দিনে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। জয়নগরের ঘটনার থেকেও দ্রুত বিচার পেল ফারাক্কার ঘটনায় মৃত নাবালিকার পরিবার। বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় মাত্র ৫৯ দিনের মাথায় নারকীয় এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন। শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশেকের ওই নাবালিকা।
প্রায় তিন ঘন্টা পর এলাকারই প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী মৃতদেহ। উত্তেজিত জনতা রোষের মুখে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে খুন ,তথ্য প্রমাণ লোপাট এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গত ১৯ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। তার নামেও একই ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ফারাক্কা থানার অফিসাররা ২১ দিন অক্লান্ত পরিশ্রম করে চার্জশিট জমা দেন।
তার ভিত্তিতে মোট ৩১ জন সাক্ষীর বয়ানে নির্ভর করে ৫৯ দিনের মধ্যেই ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৫, ৬৬, ১৩৭, ১৪০, ১০৩, ২৩৮ এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায়। সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জী বলেন, ‘ঘটনার দিন ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে দীনবন্ধু তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে দীনবন্ধু এবং শুভজিৎ ওই নাবালিকার মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ এবং অত্যাচার করে।
তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে ফারাক্কার কোনও জঙ্গলে নিয়ে গিয়ে দেহটি ফেলে দেওয়ার। এই মামলায় প্রথমবার রাজ্যে ড্রোন ম্যাপিং পদ্ধতি ব্যবহার হয়েছে। শুভজিতের বিরুদ্ধে কেবল অপহরণের অভিযোগ নেই। বাকি সমস্ত অভিযোগ দু'জনের ক্ষেত্রেই এক। আসামিদের যে যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে চারটি ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড’। অন্যদিকে, দীনবন্ধুর হালদারের আইনজীবী মহম্মদ হাবিবুল্লা বলেন, ‘শুক্রবার সাজা ঘোষণা। আদালতের রায় জানার পর আমরা পরবর্তী পদক্ষপ করব’। প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।
#Local News#WB News#Jangipur District Police
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ট্রেন চালাতে গিয়ে হঠাৎই সামনে এসে পড়ল হাতি, কী করলেন চালক?...
একই পরিবারের তিনজনের চরম পদক্ষেপ, বন্ধ দরজা খুলতেই আঁতক উঠল সকলে, নরেন্দ্রপুরে চাঞ্চল্য...
শৈত্যপ্রবাহের কামড়ে কাঁপবে রাজ্য, হু হু করে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া...
আর ড্রেনেজ ক্যানেল রোড নয়, আজ থেকে শৈলেন মান্না সরণি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ...
একের পর এক খুন, গুজরাট থেকে 'সিরিয়াল কিলার'কে এরাজ্যে নিয়ে এল পুলিশ ...
বস্তা থেকে উঁকি মারছে পচা গলা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী রাতের কলকাতা ...
নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়...
এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...
শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...